DEHLIJ

ঈশিতা ভাদুড়ী

স্ব-অবস্থান 



স্ব-অবস্থান স্পষ্ট করে দেওয়া ভালো। 

নতুবা তুমি চড়ুই কি ময়ূর 

জানবে না মানুষ।

তোমাকে কেন্নোও ভাবতে পারে ওরা, 

অথবা পিঁপড়ে।

কিছু গিরগিটি অথবা কেঁচোর আশেপাশে 

তোমাকে বসিয়ে দিতে পারে ওরা।


স্ব-অবস্থান স্পষ্ট করে দেওয়া ভালো। 

নতুবা তোমাকে সরিয়ে দিতে পারে ওরা 

স্বরলিপি থেকে, উদবৃত্ত ভেবে। 

অথবা উচ্ছিষ্টও ভাবতে পারে 

হয়তো বা।

1 comment:

FACEBOOK COMMENT