DEHLIJ

শিবু মণ্ডল

বিগ্রহ



কাদামাটি মাখা বিগ্রহ উঠে দাঁড়ায়

উঠে দাঁড়িয়ে মানুষ খোঁজে

চারদিকে ভক্তের ভিড়, মানুষ কোথায়? 


যে পুরুষেরা তাঁর স্তন থেকে একটুকরো

ভারতবর্ষ ছেনে নিয়ে পালিয়ে গেল, যে পুরুষেরা

তাঁর যৌনাঙ্গ থেকে মায়ের স্নেহ ঘেঁটে নিয়ে গেল

তাদের সে কীভাবে ক্ষমা করবে? 


ক্ষোভ থেকে লোভ, লোভ থেকে লালসার টসটসে চোখ

ছায়াকে বিদ্ধ করতে করতে এগোয়, যেমন শিকারির

আদিম ট্যাটা বিদ্ধ করে জলে ডুবে থাকা মাছকে  


বিগ্রহ উঠে দাঁড়ায়, বিগ্রহ ভেঙে পড়ে

তাঁর শরীরে লেগে থাকে ভিড়ের যৌনশাসন

তাঁর শরীরে তাকিয়ে থাকে ভিড়ের মৌনশাসন

মাটির বিগ্রহ আবার মিশে যায় মাটিতে 

 

মৌলবাদী রাজনীতি ছিঁড়েখুঁড়ে খায় মাটিকে




যাযাবর


শিশুর হাতে খেলনা বিয়ারিং

শিশুর হাতে গল্প খেলা করে 


কথা হচ্ছে দাঙ্গায় সম্ভাব্য কাটা পড়া গাছেদের

দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছে আইন

যাযাবর হেঁটে চলে যায় শহর থেকে প্রান্তের দিকে


ভীরু চোখ, চক্রান্তের চোখ

আমার সাথে সাথে চলে



শিল্পচর্চা



মসজিদ থেকে মন্দির ফুটছে

মন্দির থেকে মসজিদ

এই রচনা থেকে মাপা দূরত্বে

আমার ঘর পুড়ছে

আমদের চেতনা পুড়ছে


পোড়া দেহরস থেকে গজিয়ে উঠবে অট্টালিকা

তুমি সেদিনও মাটি থেকে অনেক উপরে

অন্ধ বাতাসে চুমুক দিতে দিতে এইসব

ফুটে ওঠা শিল্পের চর্চা করবে!  

No comments

FACEBOOK COMMENT