সৌমনা দাশগুপ্ত
রোদ বিলি করি
কী পুরু, কী থলথলে, যেন গণ্ডারের চামড়া
অন্ধকার লিখে ফেলতেই মনে হল এইকথা
অন্ধকার লিখে ফেলেছিস! অ্যাত্তো সহজ
চোখের সামনে কালো একটা মেঘের শুঁড়
বিজবিজ করছে কালো কালো দাঁত
দাঁত তো খুলে রেখেছিলি, মনে নেই
অতশত মাথায় থাকে না
আমার সামান্য কাজ
যেমন ধরুন, দুঃখ ফুটছে
হাঁড়িতে ঢাকনা দেব না!
ক্যালাইডোস্কোপের ভেতর দিয়ে দেখলে
চোখ আলো হয়, চোখ ভালো হয়
ঝাঁঝিয়ে ওঠা ঝিলিমিলি তখন
ছুঁতে ইচ্ছে করে
তা না কোথা থেকে অন্ধকার
কোথা থেকে দাঁত, কোথা থেকে সব ইয়ে...
আমার তো দুঃখ নিয়েই কাজকারবার
আমার তো রোদ বিলি করতে করতেই দিন ফুরোলো
Post a Comment