DEHLIJ

শ্রীময়ী আলো

সন্ধি




জলের ভিতরে একটা অদ্ভুত চিৎকার চাপা পড়ে থাকে

সেখানে স্বাভাবিক মেঘ বৃষ্টির আসা যাওয়া নেই

উপরের ঢেউ তার নাগাল পায় না

ব্ল্যাক হোল আর ব্ল্যাক ম্যাজিকের কথোপকথন 


যে কোনো মাঝবয়সি সংলাপের মধ্যে

থাকে এক যুবতী রাত -

তার কানপাশায় বসানো শব্দহীন ব্রহ্ম

ঘুমের মত দ্বিধা হীন প্রণয় আর স্বপ্নের মত মিথ

কিছু রঙিন মাছ খেলা করে

নীল ছায়ার সাথে ওদের কোনো সন্ধি নেই

দেশের সীমা জানা শৈবাল

ভাসমান প্রাকৃতে লেখে জন্মদাগ, প্রাগ্-ভাষ 


অভিকর্ষের তিক্ততা কাটিয়ে বিস্তারের লোভেই সাগর - জীবন হয়ে ওঠে 


No comments

FACEBOOK COMMENT