শর্বরী চৌধুরী
আকাশ
কারখানার ভোঁ শুনে রোজ উঠি
দৌড়ই ঊর্ধ্বশ্বাসে !
একদিন পালালাম কাজের ফাঁকে।
নদীর ধারে বসে দেখছি গাছ, পাখি, মাছ
কত স্বাধীন !
দেখতে দেখতে হঠাৎ কানে কানে কে যেন বলে-
তুমিও মাছ হয়ে যাও, গাছ হও, হয়ে যাও পাখি !
উড়তে উড়তে ফিরলাম কারখানায়।
দেখি -কারখানার ছোট্ট জানালাটাই আকাশ !
যাওয়া
প্রেম গেল
এলো ক্রোধ !
দুঃখ এলো
ক্রোধ চলে গেল ।
পথ
গোলকধাঁধায় ঘুরে দিশাহারা !
একটার পর একটা রাস্তার জটিলতায়
যখন ভীত, তখন দেখলাম, সব পথই
চলে গেছে নিজের বাড়ির দিকে ।
Post a Comment