তন্ময় ভট্টাচার্য
লীলামৃত
(১)
সংসার, স্বরূপ দরশন—
অভিভূত হয়ে তাকে ঘরে আসতে বলেছ যখন
দশ হাতের কাজ ফেলে, ধুলোপায়ে, ইশারা ডিঙিয়ে
সংসার, স্বরূপনারায়ণ
(২)
সে এক আশ্চর্য বুড়োরাজ—
বয়স ভাঙিয়ে খাবে, ঠেলে দেবে নিত্যকার কাজ
এদিকে, সময়ে ঠিকই জুটে যাচ্ছে শিবশান্তিজল
সে এক আশ্বস্ত রসাতল
(৩)
ভজো কর্তা, ভজো কর্ত্রীমন—
ঘরের কলহে গঙ্গে মিটিমিটি বসেছে পাবন
ঘোরে চরকি, রসে জ্বাল, ভাবে-গীতে পুরুষ্টু নাগর
ভজো কর্তা শক্তি-গদাধর
Post a Comment