DEHLIJ

তন্ময় কবিরাজ

 তিয়ালিলা কিকন এর দুটি কবিতা 


(নাগাল্যান্ডের কবি। কবিতা যার প্রেম, ধর্মে যার মানবতা। নারীবাদী। উল্লেখযোগ্য লেখা দান্ডিলিয়ন ড্রিম, পেপার ক্রণেস। অধ্যাপনার সঙ্গে জড়িত)


অনুবাদ তন্ময় কবিরাজ





১, বিষাদ সুর


কোথাও একটু দূরে

ঠোঁটে লেগে আছে সমুদ্র

সূর্য সোনার আভা _

আমি শুনেছি

প্রবীণ নাবিকের মাতাল গান

ছন্দে তালে ভালবাসা

আর বাড়ির ফেরার টান।

আক্ষেপ _

কেন যুবতীর স্বপ্নে মত নয় এ জীবন?

শেলী কোথায় তুমি?

"আমাদের ভালবাসার কবিতায়

শুধু কি দুঃখ জমানো আছে?"



২, নারী


মানবতার হৃদয়

শুয়ে মাটিতে

আকাশও পারবে না ছুঁতে

অবহেলা_ব্যর্থ কামনা

তোমাকে শাসন করতে

ভালবাসা কানায় কানায় পূর্ণ

তোমার ভালবাসাই পারে পরিবর্তন

এক পৃথিবী থেকে আরও অনেক পৃথিবী।


নাগাল্যান্ডের কবি_ ইস্টেরিনে কিরে


অনুবাদ _তন্ময় কবিরাজ


১, কবিতা _গুহার শব্দ


শব্দ সে আলো নয়

সুন্দর অতীত

আদিম সৈকতে কাটছে শস্য

বিরক্ত শব্দও করে এগিয়েছে পথ

অসমান কখনও গলার নিচে

খাদ্যনালীতে।


২, কবিতা _চাঁদের আলো


ঝরে পড়া বরফ সে আলো

পাহাড় শিকড়ে

তুমি আলো স্থির

অশরীরী ঘুরে বেড়ায়

অন্ধকার গলিতে।

শুনেছ _ আলোর গান

রুপোর মোড়কে অনাবৃত

তোমার চুলের অন্তরালে।

শুনেছিল সে আলোর আন্দোলন। এতো আলো জমানো?

ভয় হয়;তবু আলোর সঙ্গে হাঁটি।


৩, কবিতার নাম _স্বপ্ন


স্বপ্নে শুয়ে নৌকা

আবছা আকাশে চড়ুই

চিমনির পথে ইতিউতি

তোদের পায়ে সুতো বেঁধে রেখেছিল শৈশব _

আমি আর আমার ভাই।


৪,কবিতার নাম _দরকার


দরকার কি শুধু ভালবাসার? দরকার আর নেই


অমরত্ব জানে ভালবাসা?

 ভালবাসা মূর্খ _জানে না কিছু।


খিদে _

বার্ধক্যের মুখে খাবার দাও

বুঝবে কতো দামি _তৃপ্তি

হেরে যাবে সবাই।


খেতে দাও খুশি হবো

এনে দেবো ভালবাসা।



কলমে _তন্ময় কবিরাজ, ঠিকানা দলাই বাজার রসুলপুর পূর্ব বর্ধমান পিন 713151, pH 8918532624। ইংলিশে গ্রাজুয়েট। বর্তমানে অ্যাডভোকেট বর্ধমান জেলার। সখ লেখালিখি।


ইস্টারিনে কিরে জন্ম নাগাল্যান্ডে 1959 সালে। মেঘালয় থেকে পড়াশোনা। পড়ে সাংবাদিকতার কাজে দিল্লি। শেষ করেছেন পি এইচ ডি। লিখেছেন নাগা ভিলেজে রেমেম্বেরড, মারি মত লেখা। গভর্নর সম্মান অর্জন করেছেন।





No comments

FACEBOOK COMMENT