তুলসী কর্মকার
কৃষ্ণগহ্বর
১
স্নানের ঘাটে মলির মা নির্গত হয় ইলেকট্রন
সমীরণ চার্জ হতে থাকে সেজে ওঠে সমীকরণ
চোখাচোখি মুখোমুখি তারপর নম্বর বিতরণ
শুরু হয় প্রস্তুতি পর্ব
চলতে থাকে
আয়োজন প্রয়োজন সংযোজন বিভাজন..
২
সে এক মিনমিনে অন্ধকার কথা
আভূষিত আভায় টলমলে দীপ্তি
কাজললতার মচমচে গর্জন
আবেশ ও আবেগ স্পর্শে দুলিত গ্যামেট
সখ আর সুখজ কলায় নির্মিত জাইগোট
বিকশিত হতে চায় প্রাণ....
৩
স্মুথ চলছে সম্পর্ক
সততা সমঝোতা ঘাটতি নেই
রিয়েক্টর খেয়াল রাখে
সীমা ধরে আসে সমন
বর্ণমালার বাসভূমিতে
রিলেশন ডিসব্যালেন্স হতে চায়....
৪
হাতে মাইক্রোফোন
সংযোগ
জণসংযোগ
গণবিস্ফোরণ
তারপর শক্তিবৃদ্ধি
বলয় বলয়ে আবদ্ধ মোহ
আলো অন্ধকারে সাঁতার দেয় জন
ধর্ম রাজনীতি করে হৃদয়ে খনন..
৫
বাজনা বাজে পালকি সাজে
চলছে আয়োজন
আলোর মাঝে সানাই বাজে
মঞ্চে আলোড়ন
কথার বাঁকে চাদর ঢাকে মজল অবুজ মন
রাত দিন হাতে নিয়ে হাঁক দেয় বিগ ব্যাং......
পারাপার
কাদাময় কলাতলায় আছে এক জলকল
আসন্ন বিকেল ঘরে মেঘেদের হরবোল
শ্রাবণী কলসি নিয়ে যায়
জোগান আছে
চোখ খোলা রেখে দেখা
ঝুলে আছে সৌখিন তালা
কাঠি ভরতে পারলে কিস্তি মাত
চাহিদা আছে অভাব নেই
প্রাথমিক পর্যায়ে ঝুঁকি
কেউ দিয়ে খুশি কেউ বা নিয়ে
নদী নালা হ্রদ থাকছে
মজবুত সেতু তৈরি করে নিতে হয়
শ্রুতি যাপন
পাত্রে কিছু বিন্দু বন্দি আছে খাতায় সযত্নে সাজালে
প্রেম থেকে প্রণয় অথবা গমন ইতিকথা হয়
এসব বিন্দুর জন্ম নেই মৃত্যু নেই অস্তিত্বের তাগিদে বিচলিত আজ্ঞাবহ খুঁট
যাঁদের গায়ে স্বভাব মাখালে স্পষ্ট হয় এক আমি'র চলন
ব্যবচ্ছেদ
গাছ বোঝে কখন কীভাবে খাড়া হতে হয়
কোনদিকে হেল ধরে অস্তিত্ব টিকিয়ে রাখা যায়
অনেক গাছ টাল সামলাতে পারে না
শিগগির পড়ে যায়
গাছ আলোর মুখে যাত্রা করে
নরম রোদ ধরে খায়
সিয়ানা গাছ আলোর বিপরীতে ডাল ছাড়ে
কিছু গাছ খুব ছোট
অনেক গাছ দাঁড়াতে পারে না
কিছু গাছ গাছে ঠেস দিয়ে জীবন কাটিয়ে দেয়
সরোবর পরিক্রমা
জলতলের উপরিভাগে কিছু ক্ষুদ্র মাছ আছে
যাদের পুষ্টির জন্য বারে বারে অনুদান ছড়ানো হয়
কিন্তু পুষ্টি হয় না বরং গুষ্টি বাড়ে
মধ্যভাগে মাছেদের সুযোগ বড়ো কম
উপর নীচ ওঠানামা করতে চায় না
স্রোতের অনুকূলে আহারের অপেক্ষা করে
হাড়ভাঙা খাটুনিতে দিন চালায়
পেট সংসারের সাথে সামান্য খাদ্যভূমি
নিম্নস্তর অল্প আলাদা
এখানে যারা থাকে তারা গভীর
তল মাটি উপর করে
জল ঘোলা করে প্রতিকূল পরিবেশ গড়তে পারে
ডাঙায় লম্পঝম্প করে
ধরা পড়লে ছল জানে
হূল ফুটিয়ে আত্মরক্ষা করে নয়তো করে জলবদল
Post a Comment