DEHLIJ

দেবশ্রী দে

 গাঢ় 



হচ্ছে রং

এ হৃদয় রাখেনি কোনও অনাস্থা প্রস্তাব

কারও বিরুদ্ধে। কখনোই


তবু গাঢ় হচ্ছে ব্যক্তিগত লাল


তারাগুলির বুকে জমে থাকা

চাপ চাপ স্বপ্নের মতো ক্ষোভ ও ক্ষত


মাথার সিলিং বেয়ে চলে যাচ্ছে প্রিয় সময়


তোমার হাত ধরে রাখছি আর

গাঢ় হচ্ছে সম্পর্কের স্বাক্ষরিত রং


বিরহ


প্রবীণ হলে

বরষার চোখ বুজে যায়


নদীটির গায়ে আকাশ লাগে না

ঢেউগুলি মাখে না তো শ্যাম


তুমি ভাবো, ফুটছে কতই

আমি দেখি, বৃষ্টির ফোঁটা বুকে ধরে


ক্ষণিকের ভুলে কত ফুল ঝরে যায়



No comments

FACEBOOK COMMENT