দেবার্ঘ্য দাস
"দিল্লি-সংবাদ"
(১)
ঘুম, কিরকম তন্দ্রাচ্ছন্ন শব্দের মায়াজাল।
ঘোরের মধ্যে অন্য ঘর খুঁজে যায় ঘরে ফেরা।
ফিরে আসার মধ্যে থেকে গেছে বাটি চাপা ভাত;
ডেকে ডেকে চলে গেছে প্রিয় ঋতু, দিনকাল।
জেগে থাকা সর্বশেষ আলো, ঢলে পড়েছে চাঁদের গায়ে।
নিশামুখ বসে থাকে প্রশ্রয়ের সন্ধানে, আলোকিত হতে,
শুধু পোশাকের উপেক্ষিত পরশে ছেলেবেলা থমথমে।
ক্ষত থাকে, যেমন দেয়ালের অবস্থান; ক্ষুদ্র দু:খ, তুচ্ছ দায়।
এইভাবে, কোনো গল্পের অভিমুখ মিশে যেত শ্রাবণে,
বর্ষার প্লাবনে মাখামাখি গেরস্থালি শোক।
ডেকে যাচ্ছে প্রিয় ঋতু, বাটি চাপা ভাত।
ঘুম, এখানে জড়িয়ে থাকে পরিপাটি সর্বক্ষণে।
(২)
দৌড়ে যেতে থমকে যাচ্ছে পায়ের পাতা
রাস্তা স্রোত হয়ে গেছে কবেই, শুধু নৌকো এলো না বলে ভেসে যাওয়া হয়নি।
আঙুলের কর্মবিরতি কখন হবে এ নিয়ে মিটিং চলছে শ্লোগানে ঢেকে গেছে স্বমেহন!
যত তারিখের ঘনঘটা ততোধিক আর্তি শোনা যায়
তুমি শুনেছ কি?
এইবেলা আগুন জ্বালিয়ে রোশনাই করেছি বীর টিকা
আঁচ নিভে এলে আহুতি দিতে হবে শরীর কিংবা প্রসাদ!
এখানে বৃষ্টি আসে না, ভ্যাপসা হাওয়ায় উড়ে যাচ্ছে আমার লড়াই, আমাদের প্রার্থনা।
অস্তিত্বের লড়াইয়ে প্রতিক্ষা নিম্বাস মেঘের প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়।
Post a Comment