শংকর এন সিনহা
ভ্রম
দ্রব্য আর দ্রাব্যতা সংমিশ্রণে যে দ্রবণ
আজ রসায়নে এক বিক্রিয়া
বিকৃত কোনও ক্রিয়া নয়
শুধুই এক অসফল প্রক্রিয়া
প্রেম আর প্রতিজ্ঞা রাখে না
অপেক্ষা করে বিভিশিখা এক বিয়োগান্তক নাটকের
দিবস জানে রাত্রির কাল্পনিক আলিঙ্গন
রাত্রি সকাল দেখে এক অবসাদ অতৃপ্ত বিশ্রাম
তুমি কি সময় ? না সময়রূপী ভ্রান্তি বিলাস!
শান্তি- এত ধীর গতি তাও সন্তর্পনে আসে এক স্বপনের অনুভূতি।
কেন এ নিঠুর খেলা?
আমি তোমার সঙ্গে চলতে ভালবাসি কিন্তু পারি না,
না পারি, তোমার গতি কে স্তব্ধ করতে।
শুধু ফিরে একটু দেখ- আমি তোমার অনুগামী।
অথৈ
কাব্যে ছিল নতুন শব্দ, গল্প পড়ায় কাটত রাত
ব্যাকরণের বিদ্ধ বানে হতেম কুপোকাত।
বর্ণমালায় বর্ণে এলো বি-বর্ণের মেলা
ছন্দপতন কবিতা গুলো সব চাইতে সেরা
বর্ণহীন ভাষা গুলো মঞ্চে মঞ্চে ঘোরে
মন্ত্র মুগ্ধ হয়ে শ্রোতা হাত তালি মারে
তার ই মুখের ভাষা নিয়ে তাকে ই মারছে ভাতে।
আশায় চাষা ভাবছে বসে
আর কটা দিন যাবে।
Post a Comment