DEHLIJ

অর্পিতা ঘোষ পালিত

 রিফু




দরজা খুলতেই দেখি রোদ্দুর 

তোমাকে দেখে 

ফেলে আসা গল্পের কথা মনে পড়ে

এখানে শুধু কনকনে ঠান্ডা হাওয়া 

নেই কোনো কোলাহল

বায়নার ঘ্যানঘ্যানানি


যখন ঘর ছিল ভালোবাসার পীঠস্থান

শুনতাম শুধু মোহনের বাঁশি

ছেড়া শাড়ি এমনভাবে সেলাই করতাম

তুমি বলতে–

নতুন মনে হচ্ছে


এসোনা আমরা নিজেদের রিফু করি

No comments

FACEBOOK COMMENT