DEHLIJ

প্রবাল মুখোপাধ্যায়

আজন্ম ঋণ জমে



                      

স্থির জলের সামনে বসি

মৃত  কোন পরমাত্মীয়ের মত

বাতাস এসে ছুঁয়ে দেয় চুল,

আমি কি এখানে আগেও এসেছি কোনদিন?


জলকে আলিঙ্গন করি,

ছোট ছোট ঢেউ ওঠে,

থেমে যায় গৃহস্থ বিবাদ।

ঢেকে যায়  শোক, তাপ, বিরহ মালিন্য


এমন শ্রাবন দিনে 

আজন্ম ঋণ জমে পুরনো বৃষ্টির কাছে,

মিয়াঁ কি মল্লার শোনে

গোপন অতীত।


No comments

FACEBOOK COMMENT