প্রাণজি বসাক
তেতিশফুটায় চাঁদ
কি যে ভাবতে ভাবতে পেরিয়ে যাই তেতিশফুটা রোড
হাতের করতলে পলিমাটির সৌরভ গন্ধটা চেনা চেনা
প্রতিদিনকার মত কে যেনো এসে হাত ধরে নিয়ে যায়
পুলিশথানায় চিৎকার করে বলি এখন শরৎকাল ওহে
আমাকে একমুঠো শিউলি ফুল এনে দাও আমার বন্ধু
অপেক্ষায় আছে - যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে
বইছে ধুয়ে নামছে ঘোলাটে মাটিগন্ধ সুইচগেট ভেঙ্গে
জলতরঙ্গ নাচছে হাতে সময় নেই লখিন্দরের ঢেরায়
পৌঁছে যাবে বেহুলা ভাইসাব ছিটি বাজাও অনন্তকাল
মানুষগন্ধে মানুষ কাছে আসে তেতিশফুটায় চাঁদ ওঠে
Post a Comment