DEHLIJ

প্রাণজি বসাক

 তেতিশফুটায় চাঁদ 






কি যে ভাবতে ভাবতে পেরিয়ে যাই তেতিশফুটা রোড 

হাতের করতলে পলিমাটির সৌরভ গন্ধটা চেনা চেনা 

প্রতিদিনকার মত কে যেনো এসে হাত ধরে নিয়ে যায় 

পুলিশথানায় চিৎকার করে বলি এখন শরৎকাল ওহে 


আমাকে একমুঠো শিউলি ফুল এনে দাও আমার বন্ধু 

অপেক্ষায় আছে - যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে

বইছে ধুয়ে নামছে ঘোলাটে মাটিগন্ধ সুইচগেট ভেঙ্গে 

জলতরঙ্গ নাচছে হাতে সময় নেই লখিন্দরের ঢেরায় 

পৌঁছে যাবে বেহুলা ভাইসাব ছিটি বাজাও অনন্তকাল

মানুষগন্ধে মানুষ কাছে আসে তেতিশফুটায় চাঁদ ওঠে 

No comments

FACEBOOK COMMENT