DEHLIJ

সুতপা ঘোষ দোস্তিদার

উত্তরাতীত 



এই যে ছেলেটা চলে গেল আত্মহননের পথ ধরে 

'কেন গেল' প্রশ্ন রেখে, 

'সে চলে গিয়ে কি পেল' 

এ প্রশ্ন 

উত্তরাতীত বলে তর্ক কোরো না এখন। 

হাওয়ায় যে গন্ধ এতরকম, 

এখনও কতদিন তাতে মিশে থাকে 

ছেলেটার গায়ের গন্ধ, তা টের পাওয়ার আগে বুঝে নিলে ভালো হয় 'মেরে ফেলা' খেলা কতরকমভাবে খেলছি আমরা! 

নিঠারীর কোঠিতে কিংবা কোচিং সেন্টারে, অথবা হস্টেলে বর্বর 'র‍্যাগিং' এর ছলে 

টুকরো করে কুঁড়িগুলো ফুল ফোটার আগে। 

যে খুনি বাস করে, 

আমি, তুমি নির্বিশেষে সবার মধ্যে 

তাকে চিনে নেওয়া কত কঠিন 

তা 

গবেষণাসাপেক্ষ বলে নেওয়া হতে পারে 

'Brain Map' তোমার, আমার,----- 

তবু ধরা দেবে কি শয়তান, 

যে কোথাও মি. হাইড, 

কখনো ডিপ্রেশন, 

কখনো দু:খ অসীম পাথার? 

No comments

FACEBOOK COMMENT