মানস চক্রবর্ত্তী
ক্রন্দসী
আব্দার ভেঙে একশা ,তবুও
পাঁচিলের গায়ে লুসি রঙ কেন যে বেবাক টানে
তার অন্ধকার রঙের খোঁপা মেঘের গায়ে লটকে রাখে
হুলুস্থুল পড়ে যায়
আমাদের পাড়ার ঢলঢলে আকাশ ঝুঁকে দেখে নির্লিপ্তরা গান গাইছে
ভাঙা খোঁপার গায়ে জোনাক লাগিয়ে
ধেইধেই নেত্য করছে রুণু
লুসি রঙের ঘাগরা তার উড়ে যাচ্ছে বাসন্তী নাচঘরের চালে
সেখানে তুতু মিত্তির তাকিয়া ধামসে পাঁচরস চুসে
নবরঙ উপচোয়
আঁখো মে রহা দিলমে উতরকর নহী দেখা
গাইতে নাকি নাচতে নাকি ধুমসো মাগীর মতো রুণু
তার ঘাগরায় জলসা খ্যালে তখন
ঠোঁটে তবু গড়িয়ে যায় বেউলার নিক্কন
পায়েতে বাজনা হয়
জিস দিন সে চলা হুঁ মেরী মঞ্জীল পে নজর হৈ
ভেঙে যায় খোঁপা , কেঁদে ওঠে রুণু
Post a Comment